২১.১০.২২
না, ওপারে ঈন্দ্রের সভায় গান চলে না গফুর আমিনার

কাল ওপার থেকে ফেসবুক স্ট্যাটাসে
ভূপেন হাজারিকা জানিয়েছেন

শিব শংকর ঝিমোচ্ছিলেন শরৎ বাবু ট্যাগে ছিলেন
লাইকাররা ভাগে ছিলেন

কমেন্টরি বক্স মোটামুটি খালি বাতাসে ধোঁয়াশা ধোঁয়াশা ইমুজি
আর আলোতে ধুলোর হাততালি

পৃথিবীর কুয়োতে মণ্ডুক অপার অচল
হায় এসভান্তে পেবো
জলে ছুড়ে অসত্য না-কি সত্যের নোবেল
সে-কি উৎযাপন না-কি আয়রনি...

ঝিমুনি কাটিয়ে শংকর বুঝি ট্যাগ এডিট করলেন
স্যার সিগমুন্ড ফ্রয়েড সাইকোলজিটা বুঝে
দাড়িতে হাত বুলিয়ে হাসতে লাগলেন-

নাপিতের অভাবে ওপারে তিনি দাড়িপতি কি-না

গডসে ভীতিতে গান্ধীজি- প্রতিক্রিয়া সতর্ক

সেখানে বাণী আসছে-
হরিদাসীর বিরহব্যথায় হাবিবুল্লাহ কাব্য করবেন না
মরিয়মের ধর্ষণ ব্যথায় কবি রামগোপাল কাতর হবেন না
এ-সব শাস্ত্রীয় মানা সকলের জানা

চোখ বুঁজে কতক্ষণ আবার ঝিমিয়ে
আরেকটা দম দিয়ে খুক করে কেশে বললেন-
এ্যাঁ ন্যাকা- এসব ভণ্ডামি

লাইকাররাও গট গট করে ঢালতে লাগলেন তাদের প্রণামি।