২৩.০৮.২৩

হে,নহরাবতী
পাষাণ গলিয়ে পাঁজরের গিরিপথে
বয়ে যাও অবিরাম

বাঁকে বাঁকে ফুলশয্যা পেতে হিজল বঁধূ
উঁকি মেরে দেখে সোনালি মাছেরা
খেলা করে ঝাঁকে ঝাঁকে

দূরে, রাজহংস চোখে চেয়ে দেখি
নীলাদ্রির গায়ে সকালের রোদ
ঝিলমিল ঝিলমিল ঢেউ খেলা করে

এখনও আকাশে সূর্য কন্যার তপ্ত হাসির
প্রতিধ্বনি, এ বুকের পিঞ্জর মাটিতে
শিহরণ আনে সহসা বাতাসে

বন্ধ চোখের কোণে জোনাকি জ্বলে
প্রজাপতি ডানা মেলে
ভেসে যায় রঙিন মেঘের ভেলা

অসময়ে তৃষ্ণার্ত তীর্থ কাক তমসা
আজও খুঁজে ফেরে মরুবুকে তার
হারানো আবে জমজম পিপাসা।