২০.১১.২০২২
আলোর গতি পেছনে ফেলে ছুটে চলে পৃথিবীর ট্রেন
পৃথিবী চায় বাঁচাতে যোগ্য সৃষ্টিকুল পৃথিবীর বুকে
অন্ধকার কীর্তনীয়া দল আর পুরনো সব জঞ্জাল
অনাসৃষ্টির বিধ্বংসী অস্ত্র ছিটকে ছিটিয়ে পড়ছে ভাগাড়ে
ভাগাড় ড্যামে বসেছে এক অধুনা রিসাইক্লিং মেশিন
আবর্জনার স্তুপের থেকে বেরিয়ে আসছে নানান ফুল
ফুল কুমারী গন্ধের বার্তা বাতাসে ছেড়ে অলিকে ডাকছে
নীল আকাশে পাখিরা সব ডানা মেলেছে পরমানন্দে
সবুজ টিয়া লাল ঠোঁটের ডগায় নিয়ে শুকানো লতা
চঞ্চলতায় খোঁজে সাথীরে আবার তারা বাধিতে বাসা
ফসলে ছেয়ে বিস্তীর্ণ মাঠ মুক্ত বাতাসে পুলকে হাসছে
পৃথ্বীর ট্রেন অলক্ষ্যে এসে পৌঁছেছে এক নবমণ্ডলে।