একটি লাল গোলাপ শাখায় দুলছে
পারফিউম সুবিধা নিচ্ছে-
অভিসারী হাওয়ারা
চোখের উঠোনে তোমার কপোল
গোলাপটা সেখানেই আছে-
গাছে অলীক রক্তাভ
খুব সামান্যে নিঃসৃত রক্ত জল
হীরের কুন্ঠির বিচ্ছুরিত-
যতসামান্য, তোমার নাকের ডগায়
আমি ফেঁসে যাই দ্যুতি আর
সুগন্ধের দ্যোতনায়-
অন্তর্গত সৃষ্ট সুরে
ভাবছি কে সুন্দর-
হীরে না গোলাপ!
- ২১.০৩.২৪