০৮.০৮.২৩

কত্থকনৃত্যে মধু ঝরছে বাদল মৌচাকের
ধ্রুপদী নুত্যে উচ্ছ্বল দিঘিজল
টলমলে যৌবনাবতী

কিনারে বিছানো সুখ
ফেনিল হাসিতে ভাঙছে পার

কোরিওগ্রাফার বাতাস মেতেছে
ঠোঁটে বাঁজে শিস বাঁশি
-বিরহ সিম্ফনি!

খলখল হেসে ওঠে দামিনী
হঠাৎ ভেঙে পড়ে খানখান চকিত তন্ময়
দুরে-কাছে মাখা নাড়ে
তরুবীথি আর শাখাদল।

শুকিয়ে আসা অনিচ্ছার জীবন
নড়েচড়ে ওঠে
শাপলার বিলে চেয়ে
চুমে নেয় সঞ্জীবন সুধা

একটি দস্যি মাছি ঘুরঘুর করে
মাথার উপর
ডানায় ডানায় বাতাসে বীণ বাজায়
স্তনের হলুদ বৃন্তে খেলা করে
শিহরণ শাপলার সাদা বুকে।

উপুড় আকাশ দুলে দুলে ওঠে
জলের আয়নায়
ব্যাঙ বউ হলুদ শাড়িতে বসেছে -পাতার মঞ্চে।

দৃশ্যান্তরে কামনার সর্প ফণা তোলে
বাতাসে উষ্ণতা মাপে জিভের মিটারে

কিশোরী শাপলা ফুলে
গলে পড়ে লজ্জার লালিমা
সবুজ চোখে কিশোরী নদী
বয়ে যায় নিরবধি বহুদুর-
কালের বেদিয়া মন্থন উন্মুখ চোখে ধীর
চেয়ে দেখে সেই বহমান নদী।