২৪.০৮.২৩

তোমার কথাবাহার গাছে-
গান করে, বাসা বাঁধে
আমার ভালোলাগা টুনটুনি।

তাকালে নক্ষত্র কথাখই কন্যারা ঝরে
জানালার- বাগান বিলাস টবে,
ঝরে পড়ে নিত্য জ্যোৎস্না কুয়াশা মেখে।

স্বরসঙ্গমে আবেশিত স্বর্গের পাখি-
সঙ্গমোন্মুখ চাকদোয়েল, এভাবেই একদিন
নৃত্য এনেছিলো- ভোরের শিউলি শাখে।

আকাশ নগ্ন করে মেঘ কন্যারা ধীর পায়ে
নেমে এসেছিলো সবে একসাথে
শ্রাবণ ধারায়।

নরম, নীল স্নান সেরে সলাজ চাঁদ
চোখ রেখেছিলো, স্মিতহাস্যের কোমল
দূর্বাদল চোখে।

ঢলাঢলি করে শিউলি মেয়েরা
লুটোপুটি খাচ্ছিলো তখন
ভেজা তার উষ্ণ বুকে।

গন্ধজমাট বাতাস টের পেয়েছিলো সবই।

আর হ্যাঁ, এসব ঘটেছিলো একদিন।
সহাস্যে, দেখেছিলো নগ্ন আকাশ।