১৫.০৯.২১
আমন বিয়ানো এক শরতের প্রান্তিক বিকালে-
সবুজের সরস সরল মোহনীয় সজীবতা,
দেখিয়াছি আমি স্বর্গাবনত ধান ক্ষেতের আলে
গাঁয়ে কোনো এক কলাবতীর রূপের মাদকতা…
কখনো আবার হেমন্তের-ই ফসল কাটা ভোরে-
দেখেছিলাম রাতবাসে তায় পাত কুয়াটার পারে,
-যৌবতী সেই তমাল তরুর রূপের সুধা ঝরে!
চেয়ে দেখা আকাশ মনের দূর সীমানার পরে
মাঝ গগনের সূর্যটা তাই আজও পুড়ে মরে…