২৩.০৮.১৭
ইহাদের উহাদের তাহাদের
সকলের
ভিন্ন ভিন্ন তপোবন থাকে
আমার শুধু ঘরের ভিতরে আরেক ঘর
এককোণে একান্ত নিরালায়
বেদি তপস্যার
সেখানে তোমার আজ অন্তর্ধান
অন্তর্নিহিত আমি বোহেমিয়ান
নো ওয়ান এই আমি যদিও ভূতাবিষ্ট
হাহাকার সময়ে পৌনঃপুনিক পরিশিষ্টে
কোনো এক স্বপ্নের অবিশিষ্ট...