১০.০৪.২০
শোবার বিছানায় বিঁছুটি আর
শুঁয়ো পোকার পাহারাদারি
রাত থেমে গেছে মধ্যপ্রহরে নিকষ কালো
রাতের গহ্বরে আছে শুধু অবিচল রাত
খাটের শরীরে কটর কটর শব্দ
ঘুনো পোকার স্থায়ী নিবাস
কাঠামোটা এখন ধ্বসে পড়ার অপেক্ষায়
তারারা পলেস্তারার মতো ঝুর ঝুর করে ঝরে
কতোকাল আমি যে চাঁদ দেখিনা…
চোখ গেল পাখিদের এখন অখণ্ড অবসর
তারা এসে হাট বসাবে একদিন
পৃথিবীশুদ্ধ এক্সপোজার যেমন -নিশ্চিত একদিন!