৩০.০৩.২০
একদল পায়রা
বাসার চারিধারে করছে- আতু-পাতু
রোদ-সাগরে সকাল বেলার জোয়ার।
ইচ্ছের ডানা শাসন মানে-না সাঁতার কাটে নীলে!
নীল হারায় জল হারায়
হারায় ব্যাকুলতা
আকাশ জুড়ে ভাটা তখন সাঁতার চলে না।
একঝাঁক খরগোশ
ঝোপের চারিধারে বাকুম-বাকুম করে
শ্যাম-সাগরে দুর্বা-কোমল তরুণীদের মেলা।
ইচ্ছের পা বাধ মানে-না হাওয়ায় ভেসে চলে!
মেলা ফুরোয় হাওয়া ফুরোয়
ফুরোয় আকুলতা
শ্যামসাগরে বালিয়াড়ি খেলা চলে না।
খেলা বন্ধ মেলা বন্ধ বন্ধ মনের খাঁচা
হায়েনা নাচে শকুনও নাচে তাক ধিনা ধিন তা।