জনপ্রিয় জাপানি কবি বাসাও -এর তিন/পাঁচ/তিন ফর্মে এবং হাইকুর জোড়াতালিতে রেনকু- চেষ্টা
1.
মেরো-না!
করো করুণা-
করোনা।

2.
মরিবো
প্রেমেতে এসো
ডুবিয়া।

৩.
পাতকী
ভাগাড়ে পচে
না-তো কি!

৪.
যতনে
চুমোবো প্রিয়া
গোপনে।

৫.
চাঁদটা
নিয়েছে কেড়ে
রাতটা।

৬.
মরণে
খুঁজেছি সুখ
জীবনে।

#রেনকু#
দোলাতে
এলে গো কেন
এ রাতে!

মায়াতে
হৃদয়ে ভাসো
ছায়াতে।

নয়নে
হারায়ে দেখি
স্বপনে।

প্রভাতে
এসেছো যেন
মালাতে।

গোপনে
আমারে কিছু
বলিতে।