-২.০৮.২৩
পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে লুকোনো শ্বাসের থলি
রোমকূপে রোমকূপে
বেড়ে ওঠো সবুজ সম্ভোগে
গাদাগাদি গলাগলি।
-হাসে দিকপাল।
নাগ মণি টোপর পরে তাকাও-
ভোরের আকাশ।
সূর্য কন্যারা বর্ণালী এ্যাপে মেসেজ পাঠায়।
হীরের কণ্ঠি থেকে বিচ্ছুরিত আভায়-
লাল, নীল,হলুদ, সাদা নাকফুল পরে
তোমার সবুজ মেয়েরা মিটিমিটি তাকায়;
দোলে ওঠে, পুলক জাগায় বুকের ভিতরে।
ভিজিয়ে দেয় ফরিঙ মন।