২৮.০৮.২১
এক ঝাঁক রাজহংসী ঝিলের পথে আর একখণ্ড নীল মেঘ ছিলে তুমি
নীল খামে ভরা সাদা মেঘে জমানো কান্নার কিছু শব্দ
ভরা শ্রাবণ দিনের শেষ প্রান্ত তুমি ছিলে কবিতার সৌন্দর্যে বিন্যস্ত
পাঠালে তোমাকে তুমি নরম কাশফুলের উঁকিঝুঁকি দেয়া
শরৎ আকাশের পথে
ফুলতলা পোস্টাপিসের পিছনে নীল চুয়ে চুয়ে পড়েছিলো সেদিন
আবেশে কোনো এক আকাশে
তোমার সে নীল খাম সাদা মেঘ
অঝোরে নামিয়েছিল বৃষ্টি বুঝি
দুরের আকাশে ফুলকলিরা ফুঁটেছিল সবে
প্রতীক্ষায় থাকি
ডাকপিয়নের ভিজবো বলে এখনও প্রতিদিন
জানি ভেজা হবে না আর আমার কোনদিন...