০৬.১২.২২
রাস্তার লোকটির বকা প্রলাপ
শব্দের নিগুঢ়ে বাধা সন্তাপ
অদ্ভুতুড়ে শব্দ এক-ই তালে
ফেটে ফেটে পড়ে বজ্র অনলে।
বিক্ষুব্ধ মনের আগ্নেয় ধারা
উদ্গীরণ হয় বিলাপ দ্বারা
রচে আধুনিক কাব্যিক পদ
চারিধারে দেখে শুধু শ্বাপদ।
দাঁতে চেপে দাঁত করে হুঙ্কার
মাথা থেকে যতো পায়রার ধর
খিস্তি-খেউড়িতে মুচড়ায়ে ছিঁড়ে
কাব্য লিখে ফিরে রাস্তার পরে।
মাথার ভিতর শর্ট সার্কিট
অভিশপ্ত যতো জগৎ কীট
মগজ আগুনে পোড়ায়ে যায়
রাতদিন নির্ঘুম থেকে রাস্তায়।