২৩.০৮.১৭
জমাট আঁধার রাত ছিলো
ঝিঁঝিঁর ডাকের তান ছিলো
আকাশ তারার ফুল ছিলো
জোনাক পোকার দ্বীপ ছিলো
শিশির ঝরার তাল ছিলো
শিউলি ফুলের বাস ছিলো
মনের বীণার সুর ছিলো
চোখের তারার নাচ ছিলো
বুকের ভিতর লয় ছিলো
তোমার আমার ভাব ছিলো।।