২৪.০৮.২৩
সন্দেহ্ বাতিক কবি বলে-
চাঁদ কি এখন চাঁদপুরে-তে!
যেথায় থাকে-
নদীর বুকে, জলের বাঁকে-
ঝাঁকে ঝাঁকে,
ডিমে ভরা- রুপোর ইলিশ।
আমি ভাবি-
বলিস কি রে!
অবিজ্ঞানের তুলোয় ভরে-
মাথায় রেখে, কাদের বালিশ!
হাটু জলের-
নদীর ঘাটে,
ঝিকমিকিয়ে বালির সাথে,
তোর দেখা সেই- নুড়ির হাসি,
অনেক পচা, অনেক বাসি।
তাই-তে বলি-
চল্ গিয়ে ভাই ঘুরে আসি,
নয় গয়া ভাই-
নয়-রে কাঁসি।
মোদের মাসি, চাঁদের বাড়ি
আনব রে ভাই পকেট ভরে-
সত্যিকারে,
চাঁদের নুড়ি!