২৮.০৩.২০

মানুষেরই নিঃশ্বাসের বিষ মেখে
এলোকেশী তুমি গাঢ় কালমেঘে
ঢাকো চারিধার।
মানুষের দুর্বিনীত পদভারে
প্রলয়-সংগীতের সপ্তম সুরে
সেধেছো কন্ঠ তোমার বারবার।।

উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল যাপিত জীবন
করো সংহার সেজে রানীর মতন
পরে এক আজব মুকুট!
মানুষেরই লিপ্সা আর পশু প্রবৃত্তি
যুগে-যুগে গড়েছে তোমার রুদ্র মূর্তি
তবুও একই ভুলে থেকেছি অটুট!