০৩.০৬.২০
বৃষ্টি আসার আগে বাতাস এলো তেড়ে
মেঘ বালিকা চাঁদের মুখে আঁচল দিলো পেড়ে।
হাসির ঝিলিক থেকে খসলো আলো ঝরে
গুড়ুম গুড়ুম মেঘের ডাকে বৃষ্টি এলো পরে।
বৃষ্টি হলো শেষ- মেঘেরা নিরুদ্দেশ,
আকাশ অনিমেষ- বললো তবে বেশ!
দুর হয়ে যাক কালো, ঢালুক চাঁদে আলো।
বললো গাছে ভালো, স্নানটা সারা হলো।
স্নানে ভেজা শরীর উঠলো হয়ে অধীর
চাঁদের পরশ পেয়ে আকাশ পানে চেয়ে!
বললো পাতা ফির, বাতাস আসুক ধীর।
বাতাস এলো ফিরে, নাচলো পাতা ধীরে।
হাওয়ার তালে ফেঁসে, জোস্না মায়ায় ভেসে,
তৃণলতা হাসে- বৃষ্টি ভালোবেসে।