২২.০৮.২৩

স্রষ্টা ছুটে চলেছে অবিরাম সৃষ্টির পিছে পিছে।
হে অন্ধকারের দেবী, আনো আরও নিকষ কালো অন্ধকার। সিজোফ্রেনিক মোমের বাতি বিড়-বিড়
করছে পুরাতন রেকাবিতে। কবে প্রেমময় ছিলো রাতগুলো- একদিন জোনাক পাখায়! ভুল অংক
কষে, প্রেম প্রোমোটার- সমানুপাতের। বিজ্ঞানের
পিঠে সওয়ার অবিজ্ঞান। অনুসিদ্ধান্ত ফ্যালাসি
বেবিরা, কলহাস্যে আকাশে ওড়ে আজব ডানায়।
বিজ্ঞাপন সাঁটে এখানে ওখানে সবখানে। আর
হকারিও করে ফুটপাতে। প্রাগৈতিহাসিক তার
দীপমান ক্ষমতা, চাহিত লুমেন থেকে পিছনে
ছুটে এন্টিক্লোকাইজ। ওহে, হাওয়ার দরিয়ায়
মুক্তি দাও- ক্লান্তিতে নেতিয়ে পড়া ঘোড়াগুলো আজ। ক্ষান্ত দাও, নেমে এসো রথ থেকে। সম্প্রসারমান
বিশ্বে- কৃষ্ণখাদে, ঢোকার আগে পরে নাও নূরের-
অনন্ত ছায়াপথগামী, বিচ্ছুরিত শিখার বজ্রতাজ।