ট্যাগগুলো মুছে নাও নাগরিক।

জ্যোতিষশাস্ত্রে গুলিয়ে বিবৃতিগুলোকে পাত্রের আকার দাও, এপার-ওপার
গণিতশাস্ত্রে উৎকীর্ণ হোক পৌনঃপুনিক চিন্তার ফর্দ- সুবিধামতো

অতপর স্বদেশচিতা-বিদেশচিতা মিলায়ে দেহ চিতা সাজাও
চিতা নিরিখে নিরূপিত চেতনা দিয়ে সমন্বয় করে নাও সমূহ পীড়ন

এবার গঙ্গাজল মিশায়ে নাও পদ্মার পানিতে।

হয়ে যাক বঞ্চনা আর পীড়নে অঙ্গার তোমার-
বঙ্গোপসাগর, একমাত্র প্রেস রিলিস!