[প্রিয় কবি- মার্শাল ইফতেখার -এর লেখা থেকে অংকুরিত আর তাঁকে ভালোবাসা-সহ উৎসর্গিত]
আমার প্রেমের ঝরা ফুলে
একদিন ফলেছিলো ফল, মেরি- যা তুমি জানো
একটি হলুদ পাখি কেঁদে কেঁদে সেই ফল
তার ঠোঁটে ছড়িয়েছে সমস্ত পৃথিবী
সমস্ত বাতাস রোদে পুড়ে শূন্যতায় কেঁদে তার সাথে
ভারি হয়ে এসেছিলো অতঃপর
আকাশ খুব কেঁদেছে
তারপর ফলেছে নীলোৎপল, অপরাজিতা, আরও কতো কতো ফুল
সূর্য তার কিছু শুষে নিয়ে ছড়িয়েছিলো আকাশ
অই যে বাউলিয়া বাতাস, কবি, বাউলের দল
বৃষ্টি-বাদল, মহুয়া-মাতাল দিন, কুহু কেকা ধ্বনি
ডাহুকের কান্না সব কিছু…
আমার রয়েছে শুধু চাতকের প্রাণ-
তোমার জন্য,
আর আমার কবিতার।
[এটি 'বেদনার বীজ' -নামে সিটি নিউজ ঢাকা ডটকমে প্রকাশিত]