২৫.১০.২২

কেন সে এমন করে বেদনার স্বপ্ন নীলে ভাসে
কি সুখ সেখানে আছে নীল নীল নোনা মেশা বেদনার জলে
আছেকি পাড়ে বিলাসী বাগান- সেথা সুখফল ফলে
তাই কি সে ভাগাড়ে আমার প্রেমগুলো আসে ফেলে!

নীল নীল নোনা জল নীল নীল ফুল নীল পাখি উড়ে
চাঁদের পাহারা বসিয়ে করে কি নাচ নটরাজ
গলে দিয়ে ধুতুরার মালা গায়ে ফুলের নির্যাস
ঢুলুঢুলু রাত প্রেম আনে নেশার পেয়ালা ভরে!

বিলানো হলে পরে চাঁদের খুশী চলে গেলে ঘুম ঘরে
ডাকে কি কাকে আজও ধুর্ত শেয়ালেরা ফন্দি আঁটে
সেখানে শকুন আসে মাছিরা নাচে কীটেরা জাগে

জানি তাঁর প্রেম অথচ অগাধ
গালানো সোনার চেয়েও নিঁখাত

কি এমন শাপে তাঁরে করেছে দংশন
নিয়ে গেছে কেড়ে দেহের সবুজ
হলুদিয়া ঝরা পাতার মতন

রেখে গেছে শুধু তায়- বুক ভরা ব্যথা

কালের পৈশাচিকতায় মানবিক অভিমান!