১২.০৬.১৮

টুকরো টুকরো কাচের কার্পেট বিছানো পথ
ভয়ঙ্কর সুন্দর ছোপ ছোপ লাল।

টিকরিয়ে পড়া সূর্যের হাসিকে বুড়ো আঙুল দেখিয়ে
নগ্ন পায়ের একাকী পথিক,
-কোথাও কেউ নেই।

বিকিরিত হায়েনার চকচকে দাঁত -ঝলক ছড়ায়!
বিদীর্ণ বাতাস, বিরান ভূমি -
বিবর্ণ লালন ছায়ামূর্তি নিপতিত ভাব খরায়,
বেসুরো গলায় বিড় বিড় করে গায় আপন মনে।

মরিচিকার মস্ত ক্যানভাসে মনে হয়
মাদার তেরেসা দুর অচেনা!

লু হাওয়ায় সমাধি চিহ্ন আঁকা -মসজিদ, মন্দির
ধ্বস্ত গির্জা আর প্যাগোডা।

খসে পড়া একেকটা কাকতাল টিকটিকির লেজ
তিড়িং বিড়িং লাফায় চার্জ নিঃশেষিত করে।

ভাগ্যিস তার রক্তের রঙ শাদা এটা এখন জানা
না হলে মানবতাবাদীরা কী হুলুস্থুলু যে ঘটাতো!