২৩.০৮.২৩

ব্যথাতুর চোখে জলের আঁচল পেতে
খেলা করে লাল-লাল, নীল-নীল
রঙিন মীন সকল

নোনা নোনা ঘোলাজল পিয়ে যায়
সবুজ বনের অগণিত
কচি সব চকিত হরিণ

বহুদূর পথ পাড়ি দিয়ে ক্লেশহীন
সবুজ টিয়েরা ভিড় করে বসে
পুরাতন শাখে আজও

কানকুয়ো ডাকে খুলে যায় অসময়ে
একে একে কুসুম নিদ্রার
যতো গোপন কপাট!