০১.০৮.১৮
বহু দুর জ্ঞান নাগালের
শয়তানের সভায় অগ্নি-গোলা
নিছক কল্প-কথনের কুহক
ভূতেদের বিকারে নৃত্য-সংগীত
আন্দোলিত বায়ুর সঙ্গে মুদ্রাগুলোর সখ্য
সবকিছু সময়ের পরম্পরা আর
নিঃসঙ্গ কালো রাতে একাকার
টুপটাপ খসে পড়ে তারারা
নিঃস্তব্ধ ফুলেদের সাথে শয্যা পাতে মাটিতে
কায়ক্লেশ ঘুচিয়ে ব্যাখ্যাতীত অনন্ত এক ঘুম
শূন্যে নীলে মিশে উড়ে পায়রার দল
বুকের হাপরে সবার ঋণমুক্তির শান্তি-
এই পৃথিবীর...