২৪.১০.২২
ইনফ্যাক্ট তুমিও নাই, তোমার চোখ নাই,
তোমার ঈশ্বর নাই,
হ্যামাক নাই।
গফুর আছে, আমিনা আছে,
মহেশ আছে,
করোনা আসে,
সিডর আসে- আম্ফান আসে,
সিত্রাং কাঁপিয়ে দিয়ে যায় দেশ
সিটি দিয়ে চলে যায় বিশ্বমন্দার পদধ্বনি
অথচ যদিও মন্দা লুকানো বুক পকেটে
মধ্যবিত্তের লজ্জায়
আর নিম্নবিত্তের মজ্জায়
উঁকিঝুঁকি দেয় এখনও
তবুও কারা যেন গায়-
'কুচ পরোয়া নেহি'
-আরও কতকিছু।
ফুল ফান চলছে শরৎ জ্যাঠু,
পোড়া পেটে চুরচুর করে নিজেরাই একদিন
-বত্রিশ ভাজা হয়ে যামু।
(বত্রিশ ভাজা> চানাচুর ভাজা)