০২.০৬.১৮
শৈশবে- আকাশ ভরা
আমার জমিদারি
স্বপ্নচাষ- ছিল সেথা
সারা আকাশ জুড়ি।
আকাশ মেঘে আপন সুখে
ভাসায় রঙিন ভেলা
রঙ পিয়াসে বিভোর হতাম
নিত্য সকাল বেলা।
সেঁদো মাটির গন্ধ আমার
সারা অঙ্গে মেশে
স্বপ্ন বীজে বুনি ফসল
কোদালো আকাশে।
ঠোঁট উল্টিয়ে বলতে তুমি
জমিদারি ছাই
এক ফুৎকারে সকল কিছু
মুছে দিতে পাই!
কৈশোরে- আকাশ ঝিলে
কতো বিকেল বেলা
রাজহংসী- সাথে ছিল
হরেক রকম খেলা।
বলতে তুমি নরম গালে
বুলিয়ে কাশফুল
রাজহংসী নয়তো সেথা
তোমার মনের ভুল!
উদয় রবির আভায় মিশেল
আমার পূর্ব-রাগ
খুঁজে পেতো কেমন যেন
তোমার অনুরাগ!
জৈষ্ঠি মাসের ভর দুপুরে
কাল বৈশেখি ঝড়ে
স্বপ্নগুলো ঝরে গেছে
সকল শূন্য করে।