মনে আছে তোমার ?
যে দিন করেছিলাম প্রশ্ন ?
' কাল আবার দেখা করবে তো ' ?
মাথা নেড়েছিলে ।
বলেছিলে - ' হ্যাঁ আসবো ' !
কিন্তু কাল যে বয়ে গেল অনন্ত পথে ?
সময় কেটেছিল ।
নিজের হাত ধরে চলেছিল ।
নিজের পথ খুঁজেছিল ।
আর বেয়েছিল -
শূন্য বায়ুকণায় ।
আমি চলি নাই ।
এ অসীম জীবন পথের
প্রতিটা পাঠে
আমি চলি নাই ।
আবার থমকে ছিলাম ।
অভিমান জমেছিল ।
ভাবলাম রাগ করি ?
প্রশ্ন করি -
' এলে না কেন ? '
করি নাই আর ,
বুকে বেজে ছিল হাজারো ঘন্টা-ধ্বনি ।
কোথা গেছিল ছুটে -
সব অভিমান ?
তবে কি এই ছিলো তবে
প্রেমের শুরু ?