মধ্যরাতে শ্মশানঘাটে, জ্বলছে মিটমিট আলো,
আকাশ জুড়ে কালো মেঘ, দমকা হাওয়ার চাল ও।
পদধ্বনি শোনা যায়, কেউ কি এল কাছে?
নাকি শুধু বাতাস বয়ে, পাতা নাচে কাঁপে?

চোখ খুলে দেখি ও মা! ধোঁয়া-ঢাকা ছায়ায়,
— "আয়রে, আয়!" বলে হাসছে তারা, ডাকছে শুধু আমায়।
কঙ্কাল তুলে বাজায় ঢোল, খুলি ওড়ায় ধুলো,
হাসে পেত্নী, নাচে ডাইনী, গা ছমছমে ভুলো!

সকাল হতেই মিলিয়ে গেল, সব অশরীরী ছায়া।
কিন্তু বুকে রয়েই গেল ভয়ের সেই ছোঁয়া...