তুমি
পারো সবই.. কারণ  
তুমিই যে নারী ।

কান্নার জলে নিজেকে ভাসিয়েছো তবু
হারতে তুমি শেখোনি ।
সৃষ্টি যখন তোমার হাতেই,
প্রতিবাদ আসুক ধরে তোমার তর্জনী ।
তুমি যে হারতে কভু শেখোনি !

কখনও বা প্রতিমা হয়ে মোদের ঘরে আসো
কখনও বা শিউলি কাশের গন্ধ হয়ে শরতের আকাশে ভাসো !

পুরুষ যখন তোমারই সৃষ্টি,
পড়ুক সকল বাক্য শেষে দাঁড়ি ।
তুমিই যখন যোদ্ধা শ্রেষ্ঠ
তুমিই যখন নারী ।