যে রাতে রাতজাগা পাখির কণ্ঠ কানে আসে
সে রাতে স্বপ্ন আসে চোখের জলে ভেসে ।
আলোময় দিবসের শেষে নিশির অন্ধকার
হেঁটে চলে প্রতি রাত, অসম্পূর্ণ অভিলাষে ।
যে তিমিরের বুক বিদীর্ণ থাকে কটূক্তির বাণে
রজনীর সেই তিমিরকেই আজ প্রয়োজন ।
তিমিরের অন্তরের কোনো এক খানে
চাইলেই সন্ধান হয় প্রয়োজন অপ্রয়োজনে
তবে পেলেও হয়ত পেতে পারি অনাবিল জীবনের ব্রত ।
আমার এই আবিল মনের সেই শুদ্ধতার প্রয়োজন ।