শ্রাবণের ধারার ন্যায়-
কত জ্ঞাত-অজ্ঞাত পরিচয়;
ধুলো মাখা পথে মেশে পিচ ভেজা বৃষ্টির ফোঁটায়।
শুস্ক ঠোঁটের মত সে সম্পর্ক-
শুকোয় অর্থ-স্বার্থের তেষ্টায়।
জন্ম থেকে জন্মান্তর, বোজা দুই চোখের পাতার তলায়
যে দায়িত্ব নিয়ে বেঁচেছিল সেই মানবমূর্তি-
আজ সমাধি নিলো তার বিবেকবোধ।
কেবল দেহাবসানে রয়েছে দেরি,
আর তো- কয়েক মুহূর্তের ব্যবধান।