লক্ষ লক্ষ প্রশ্নের ভিড়ে
হৃদয়ের কাঁচ ভেঙে হাতড়ে হাতড়ে
খুঁজি অনুভূতি ।
ভাঙা হৃদয়ের -
কিছু হারানো অনুভূতি জাগে ;
মনেরই লুকানো অনুরাগে ।
ক্ষয়িষ্ণু বয়সের অন্তে রয়ে দাঁড়িয়ে ;
অগ্রবাহুদ্বয় সটানে -
সমস্ত বিরহ যাতনা ভুলে
ডাকতে থাকি তোমাকে আবার শিশুর মতন !
যে পথে চলতে গিয়ে পেয়েছি ভয় শতবার
সেই প্রেমের পথ তুমিই দেখিয়েছ ।
তবু ভুলি তুমি যে চলেই গিয়েছ
আমারই এক ভুলে !
আমায় একলা করে ।
অস্পষ্ট এক ছবি ঘিরে বসে থাকি -
দর্শকাসনে ।
সারথি বিহীন জীবনরথে ।