কখনো অচেনা বায়ু,
বয় নদী-তীর ঘেঁষে;
নদীর তটের বালু- মিশে যায় সাগরদেশে।
চেয়ে থাকি আকাশপানে- মেঘছায়া গোধূলিক্ষণে;
চেনা শহরের গলি; ভুলে যেতে চাই আমি-
এত চেনা এ আমার সমুদ্দুরের কোলে এসে।