আমার রচিত রূপার রাত্রি নামক কবিতা সম্পর্কে অনেকের ধারনাই এক বিচলিত ভাব ধারণ করেছে। আসলে আমি এই কবিতায় নিজের একাকীত্ব কে তুলে ধরেছি । এক রূপক ভালোবাসা র চিত্রাঙ্কন করার চেষ্টা করেছি । স্বর্ন-প্রদীপ কে রূপক ভাবনায় চন্দ্র-ছটায় রূপার করেছি । আর আমার যে ভালোবাসার কথা আমি উল্লেখ করেছি , সেই ভালোবাসার মানুষের কাছ থেকে গানের সুর খোঁজার চেষ্টা চালিয়েছি । বাস্তব জীবনের কখনো গুমরে থাকা একাকীত্ব কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র ।
এক পুরনো অতীতের জ্যোৎস্না-ময় রাত্রি নিজের বাস্তবের মনের অন্তরালে আবার জেগে উঠে নিজ থেকেই তা অন্তর্লীন হয়ে গেছে । আর আবার ফুটে উঠেছে আমারই কাব্যের মধ্যে দিয়ে ।