কখনো হৃদয়ের ডাক শুনি,
কখনো বা হতাশার বুক ভেদ করা চাপা কান্না |
কখনো অশালীনতার চাদরে মুখ ঢাকি,
হারিয়ে যাই, কাটব্যতার গভীর সমুদ্রে |
কত হারিয়ে যাওয়া মানুষের মুখ মনে পড়ে,
নৈরাশতা বুকটাকে কুঁড়ে কুঁড়ে খায় !
জীবন্ত লাশের মত পড়ে থাকি ঘাপটি মেরে !
সংস্পর্শের লোভ তবু কাটাতে পারি না |
খুঁজে দেখি চারিপাশ, একবার, দু'বার,
মানুষ দেখি, তবু কাছের কাউকে না |
হাত বাড়াই, অতীত আসে পলকে পলকে
কিছু পোড়া কাঠ দেখি, ভস্ম ওড়ে বাতাসের ভারে
অতীতের বুক চিঁড়ে |