হলো গো ! হলো !
সকাল হলো !
দুয়ার খোলো !
স্বপ্নের' মাঝি _
এ যে নূতন দিবস -
আমার এ আজি !
সূর্য্যের ঊর্ধপানে ,
তাকিয়ে থাকি _
মিলায়ে দুই আঁখি !
পূবের ওই _
দেবালয়ের আলোরমালার -
খেয়াল ও রাখি ।
মধুর ওই পাখির আওয়াজ -
গুঞ্জরিত দুই কানে -
নিদ্রা যেন ব্যথার সাথে ,
জুড়ায় হেথা শূন্যপানে !
হলো গো ! হলো !
সকাল হলো !
দুয়ার খোলো !
স্বপ্নের' মাঝি ॥