ঘুমন্ত চাদরের নিচে
জ্বর গায়ে পড়ে থাকি, ঘাপটি মেরে ।
পাছে কেউ জানতে পারে, পেয়েছি আমি ভয় !
আধবোজা চাহনির দ্যোতক মিটমিট করে চেয়ে ;
জিহ্বায় অম্লতার স্বাদ নিয়ে প্রগাঢ় রাত্রির মৃত্যু কামনা করি ।
নিদ্রাহীন দুই চোখে কত অতীত ভাসে বায়োস্কোপের মত ;
মুখ থেকে অস্ফুট স্বর বেরোয় আফসোসে ।
হারানো শব্দের খোঁজে মুখ নেড়ে চলি অফুরান ;
তবু হয়ে থাকি নির্বাক,
মাতৃসম ভালোবাসার খোঁজে ।