জীবনের প্রথম বেলায়- তোমার ঐ ছন্দখেলা
ভ্রমিছে মনে।
দিনের ঐ শান্তবেশে- আমাদেরই প্রেমের দেশ
খেলিছে ক্ষণে।
নেই নেই মোর এ প্রাণে- জীবন দানে
ডুবিছে এ গান।
স্মরণের প্রান্তদিনে- প্রেমেরই অন্তহীনে
রুপ্ত হে অম্লান।