যদি কোনোদিন হাত ছেড়ে দিয়ে,
চলে যাবার বায়না ধর |
তোমার মুখে হঠাৎ করেই, আমার -
নাম বদলের বায়না ধর |
জানব তুমি আবার প্রেমে পড়েছ !
শুধু নতুন করে ভালোবাসবে বলে
বিরাম নেবার ছলটি খোঁজো !
মুখ লুকিয়ে কেবল, চোখের - জলের বিন্দু ফেল !
আমি কিন্তু অবুঝ হয়েই - তোমার,
হাতদুটোকে বুকের মাঝে, আলতো করে জড়িয়ে ধরি |
প্রশ্ন করি - আমার ভুলটা কি,
আমায় কি তা বলতে পার?
গালদুটোকে স্পর্শ করে, নিজের ভুলটি স্বীকার করি |
প্রশ্ন করি - আজ কি করণীয়,
তা কি আমায় বলতে পার?