বিরহ কাব্য কহিছে মোরে
বঞ্চনারই গদ্য ধরে ।
গদ্য-পদ্য মিলাল সকলই
তিরস্কার - কোলাহল ।
মনের দুঃখ চাপিয়া চাপিয়া
মন আজ চঞ্চল ॥
বিরহ কাব্য এও বলিল
মোর গৃহ আজ শূন্য হলো
বিরহ যাতনায় কম্পিত দেহ
বাড়াইল কোলাহল ।
বিরহ লয়ে বিরহী কবি
হইল নিশ্চল ॥