দুরন্ত নীলিমার বেশে যদি ক্ষণিকের চাঁদ হতে পারো ।
কালো মেঘের আড়াল হতে মুখ বাড়াতে পারো ।
পাগলা হাওয়ার মত ছুঁটে যেতে পারো ।
আমার অস্থির এই চোখ দুটি তবে হবে অর্ধনমিত ।
সে চোখে প্রেম ছাড়া বাকি সব - পড়ে থাকা বর্জ্য পদার্থের মত ।
ঐ ক্ষণিকের চাঁদ আমার জীবনে উপন্যাস যেন ।
যা অশেষ । বিরামহীন, গতিশীল ।
তুমিই আমার সেই উপন্যাস ।