ঠাম্মা বলতেন -" সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায় "
আজ, ভাঙা তরীর উপর আলোভরা আকাশের প্রান্তে, ঘাটের সিঁড়ির উপর
দাঁড়িয়ে শব্দগুলো চেতনে আঘাত করছে বড় |
থমকে গিয়েছে জলস্রোত, আকাশের মেঘ, জলতরঙ্গ |
আমার হৃদয়ের দুমদুম করে ওঠা নিনাদ বেঁচে আছে শুধু |
ভাঙা তরী আজ ফাঁকা তীরে পড়ে আছে রয়ে বাঁধা |
মাঝি নেই, স্নানযাত্রী নেই, গঙ্গাজল নেবার হুটোপাটি নেই,
ঘাটে শ্রাদ্ধের কাজ নেই, প্রতিমা বিসর্জন নেই, শশ্মানের শবপোড়ানোর ছাই নেই |
শুধু বেঁচে আছে আমার হৃদস্পন্দন |
দেহ আছে, বুকে বেদনা আছে, শুধু আমি নেই |
হারানোর ভয় নেই | অনুরোধ নেই | ভালোবাসা নেই | কান্না নেই | কাছের মানুষ নেই |
ইচ্ছে হয় তরী বেয়ে চলে যাই
হারানোর সন্ধানে, যেখানে আমিও হারাতে পারব |
যেখানে তাগিদা নেই, ইচ্ছে নেই মুখ তুলে চাইবার |
পেটে খিদে নেই, চোখে ঘুম নেই, চলবার শেষ নেই |
আমি পথ চলি নিজেকে হারানোর | এই বঙ্গপথিক বেশে, সমুদ্রের পথ চিঁড়ে | ভাঙা তরী নিয়ে |