স্তব্ধ বাতাস, মৃত্যুর উল্লাস,
                ক্ষয়ে যাওয়া ক্ষণ, হারানো নিশ্বাস,
        অবলুপ্ত সেই আকাশের মেঘ, বুকে বাঁধে বাসা ;
    ঠোকাঠুকি লেগে বাস্পের বেশে পরিণত হয় অশ্রুজলে,
     স্বপ্নের চাবি হারিয়ে যায় শিশুদের মত কান্নার ছলে!

                           আমি নিরুপায়!
                                 হায়!
          বিরহ, শোকের সাক্ষী হয়ে বুকটা ফেটে যায়!
                    হাউ হাউ করে কান্না আসে,
            তবু আমায় কান্নার অভাব কুঁড়ে কুঁড়ে খায় |

                            আমি নিরুপায়! "