নিয়মিত সন্ধ্যায় ;
যখন, বাসের ভিতর ঘাম ঝরে সারা শরীর বেয়ে ;
খোলা জানালা দিয়ে বৈশাখী ঝড়ে পাগলা হাওয়ারা নৃত্য করে ;
খানিক সোয়াস্তি মেলে ।
রাত্রি এক প্রহরে বৈশাখী বৃষ্টি নামে !
চার প্রহরে আবার ঘুম ভাঙে -
গ্রীষ্ম আবার মাথা চাড়া দিয়ে জাগে ;
ঘামাচিরা স্পষ্ট হয় দাগে ।
সকাল হলে নিয়মিত বেলা বেয়ে,
যখন সূর্য হাঁটে গোটা আকাশ পথে,
দু'মুঠো অন্ন জোগাড় হয় মাথার ঘাম মাটিতে ফেলে !
সেই দলেতে আমিও আছি যে !