আমি তোমার কাছে আসতে চেয়েছি
কিন্তু তুমি এলে না।
চেয়েছি তোমার শুভ্র নরম গালে সিঁদুর লাগিয়ে লাল করতে
চেয়েছি তোমার কপালে নরম ঠোটের ছোঁয়া লাগাতে।
কিন্তু তুমি কই?
তুমি এলেনা কেন?
তোমার এত ভয় কিসে।
সমাজের, পরিবারের, নাকি অন্য কারো?
আমাদের পবিত্র ভালবাসায় হচ্ছে
এখানে সমাজ, পরিবার।
আমাদের আলাদা করলে
আমরা সমাজ থেকে,
পরিবার থেকে আলাদা হয়ে যাবো।
তুমি কি তা বুঝ না।
বুঝবে কি করে,
তুমি তো ভীতু
তুমি তো ভয়ে কাপুরুষ হয়ে যাচ্ছ
তুমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছ
এভাবে কি প্রেম হয়
তোমার সনে।
সখি বল,
বল না সখি।
প্রেম হয়।