আমি জানি তুমি আমার,
তোমাকে তবুও ভয় হয়।
কেন জানি না।
তবুও যেন তুমি কোথায় অজয়?
তোমার জন্য আমার হৃদয় কাঁদে
আমিও কাঁদার চেষ্টা করি মনে প্রাণে
তবুও যেন তুমি কোথায় রও নিরব নিরবে।
আমি হাসতে পারি না
তোমার জন্য
কান্নাও করতে পারি না
তোমার চোখের কাজলের জন্য
এখন বল কি করতে পারি?
তুমি কি পড়বে এই কবিতা
নিরবে পড়ো,
মনের গভীর থেকে পড়ো।
হৃদয় ভাঙার সুর দিয়ে নয়,
ভাল লাগার মধুর কিছু চুপচাপ শব্দ দিয়ে।
তাহলে হয়ত তুমি বুঝতে পারবে
আজও আমি তোমায় কতটা চায়।
কতটা ভালবাসি তোমায়।