‍বর্ষার আয়োজন"


নীল আকাশ,
হঠাৎ তোমার আগমন।
কোথায় থেকে এলে।
কোথায় পেলে এতো,
তিমির আলোর উজ্জ্বল অন্ধকার রং।

তুমি আসবে জানি,
তুমি থাকবে জানি,
ছয়টির মধ্যে তোমার
দেখা মিলে।
বাকি দুইটি আছে।
তিনটি হারিয়ে যাওয়ার পথে।

তোমার উজ্জ্বল রং থেকে তৈরি হওয়া
একফোঁটা জল আমায় দাও।
আমি দাড়িঁয়ে থাকি,
গ্রীষ্মের দাবানলে,
তোমার আগমন দেখার জন্য।
তোমার একফোঁটা জলে নিজেকে শুদ্ধ করার জন্য।
নিজেকে পবিত্র করার জন্য।
জগৎকে শান্তি দেওয়ার জন।
আর..............।

আমি ভিজতে চাই অবিরত।
ভুলতে চাই তাকে,
যাকে আমি হারিয়েছি
তুমি আসার কিছুদিন আগে।

আমার কণ্ঠ শুকিয়ে গেছে
অবিরত চিৎকার, আর্তনাত,
আর কঠিন দাবানলে।
আমি ভিজাতে চাই সেই কণ্ঠকে
তোমার এক ফোঁটা শুদ্ধ জলে।
আমায় ভিজিয়ে দাও
আমি ভিজতে চাই
তোমার পবিত্র, শুদ্ধ, শীতল
পরশ আর মন ভোলানো জলে।

আমি পবিত্র হতে চাই
আমি দুচিন্তা মুক্ত হতে চাই
আমি নতুন জীবনকে সাহায্য করতে চাই, জাগতে।
আমি চায় তুমিই আমার সাথি হও।
আমার সাথে আবার পাল তুলো।