জননগরীর ব্যাস্ত জনবহুল সড়কে ,
অনাবৃত অন্ধকূপে প্রবেশ করে পথশিশু পা হড়কে ,
তীক্ষ্ণ আর্তনাদের আওয়াজে সচকিত হয় মন আমজনতার ,
সাহায্যের আর্তি খুঁজে বেড়ায় হাত মানবিকতার ।
অন্ধকুপের চারিপাশে ধীরে ধীরে তৈরি হয় আমজনতার ভিড় ,
তবুও মানবিকতার সাহস দেখিয়ে তাতে প্রবেশ করে না কোন বীর ,
"নন্সেন্স এইভাবে কেউ ঢাকনা খোলা রাখে"মন্তব্য এক মানুষের ,
"মিথেন বাতাসে বাচ্চা বাঁচতে পারে দশ মিনিট"মন্তব্য ডাক্তারের ,
"আহা রে হয়ত কোন অনাথ শিশু পড়ল গহ্বরে "মন্তব্য সমাজসেবকের ,
"উচিত কেস দেওয়া কিছু সাফাইকর্মীদের"মন্তব্য আইনের মানুষের ,
"ফালতু ঝামেলা না দেখে চল এবার"মন্তব্য এক গার্লফ্রেন্ডের ।
সময়ের সাথে বাঁচার আর্তি ক্ষীণ থেকে হয় ম্রিয়মাণ ,
সাহায্য করে মানুষেরা ছুঁড়ে দিয়ে নিজ কথার বাণ ,
সময়ের পরে এল সাফাইকর্মীরা বাঁচাতে একটি নীরব প্রাণকে ,
তাদের কোলের নিথর দেহ থমকে দেয় সবার কথার বাণকে ,
তার মুদিত চোখ যে দেখিয়ে দেয় মানবিকতার অন্ধকূপকে ।