এই দুনিয়ার বিশাল ছাওয়ায় ছিল যে আমার বাসা,
অনেক কিছু না থেকেও তখন ছিল অনেক ভালবাসা,
মোর বাসা ছোট হলেও ছিল তাতে আনন্দ ভরপুর,
খোকা আর আমার হাসিতে কেটে যেত দিনদুপুর।
পেটে ন মাস বাসের পরে খোকা যেদিন আসল ঘরে,
ভরেছিল মন আনন্দেতে চাঁদ বুঝি আসল ঘরে,
সারা দিন শ্রমের পরে দিন শেষে ওকে কোলে নিতাম হেসে,
ঠোঁট ফুলিয়ে কাঁদার পরে খোকা যে উঠত হেসে।
পিতা-মাতার ভার নিয়ে ওকে বড় করলাম একদিন,
এই দুনিয়ায় ওকে একা থাকতে দিইনি কোনোদিন,
সেই খোকা একদিন বিয়ে করল ভালবেসে,
বিধির বিধানে এই মেয়ে বুঝি ঘরে লক্ষ্মী হয়ে এল শেষে।
সময়ের সাথে আমি হলাম যে খোকার কাছে পর,
আমার থেকে হল যে বউ তার অতি আপনতর,
আশায় বুক ভরেছিল একদিন খোকা যেদিন বলল এসে,
এই বাসার মায়া কাটিয়ে চল যাই শহরে শেষে।
খোকা ও তার বৌয়ের সাথে পাড়ি দিলাম স্টেশনেতে,
পৌঁছে আমায় খোকা বসাল প্ল্যাটফর্মের বাইরেতে,
ট্রেন আসলে খবর দেব বলে,
খোকা ও বউ গেল চলে,
আজও বসে আছি আমি খোকার ট্রেনের আশায়,
খোকা বুঝি এসে বলে চল মা যাই মোর নিজের বাসায়।